গত 31শে মে এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়েছে। এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে অনেকের রেজাল্ট হয়তো আশানুরূপ হয়নি অথবা খারাপ হয়েছে আবার অনেকের রেজাল্ট খুব ভালো হয়েছে।

যাদের রেজাল্ট মোটামুটি ভালো হয়েছে তাদের জন্যই আজকের এই টপিকটি। কারণ আজকের এই টপিকে আমি আপনাদের সাথে আলোচনা করব ঢাকার সেরা 5 টি কলেজ এর মধ্যে কোন কলেজে ভর্তি হতে কোন বিভাগ থেকে কত পয়েন্ট দরকার হয়।

তাহলে চলুন দেরি না করে জেনে নেই ঢাকার সেরা 5 টি কলেজের মধ্যে কোন কলেজে ভর্তি হতে কোন বিভাগ থেকে কত পয়েন্ট দরকার হয় সে সম্পর্কে বিস্তারিত।


ঢাকার সেরা পাঁচটি কলেজ

ঢাকার সেরা পাঁচটি কলেজ

ঢাকার সেরা 5 টি কলেজের মধ্যে সর্বপ্রথম যে কলেজটি রয়েছে সেটি হল-

 1. নটরডেম কলেজঃ নটরডেম কলেজ শুধুমাত্র ঢাকাতেই প্রথম স্থানে নয় সারা বাংলাদেশে এই কলেজটি প্রথম স্থান অধিকার করে আছে। কিন্তু দুঃখের বিষয় এই যে এখানে শুধুমাত্র ছেলেদের জন্য পড়াশোনার ব্যবস্থা রয়েছে। চলুন জেনে নেয়া যাক নটরডেম কলেজে ভর্তি হতে হলে কোন গ্রুপ থেকে কত পয়েন্ট এর দরকার পরে।


ভর্তির আবেদনের জন্য নূন্যতম যোগ্যতা


বিজ্ঞান বিভাগ ঃ GPA- 5.00 বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন ( উচ্চতর গণিত সহ )।

ব্যবসায় শিক্ষা বিভাগ ঃ  GPA-4.00

মানবিক বিভাগ ঃ GPA- 3.00


** এসএসসিতে বাংলা মাধ্যমে শিক্ষার্থীরা ইংরেজি মাধ্যমের জন্য আবেদন করতে পারবেন না**



বিভাগ পরিবর্তনের ক্ষেত্রেঃ


বিজ্ঞান থেকে ব্যবসায় বিভাগেঃ GPA- 4.50

বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগেঃ GPA- 3.50

আসন সংখ্যাঃ 


বিজ্ঞান বিভাগ বাংলা মাধ্যমঃ 1780টি 

বিজ্ঞান বিভাগ ইংরেজি ভার্সনঃ 300টি

মানবিক বিভাগঃ 400টি

ব্যবসায় বিভাগঃ 750টি

2. ঢাকা কলেজ ঃ নটরডেম কলেজের পরে ঢাকার সেরা পাঁচটি কলেজ এর মধ্যে দ্বিতীয় নাম্বারে যে কলেজটি রয়েছে সেটি হলো ঢাকা কলেজ। ঢাকা কলেজে ভর্তির জন্য যোগ্যতা নিচে দেওয়া হল।

ভর্তির আবেদনের জন্য নূন্যতম যোগ্যতা


বিজ্ঞান বিভাগ ঃ GPA-5.00

ব্যবসায় বিভাগ ঃ GPA-4.75

মানবিক বিভাগ ঃ GPA-4.50

বিভাগ পরিবর্তনের ক্ষেত্রেঃ


বিজ্ঞান থেকে ব্যবসায় বিভাগেঃ GPA- 5.00

ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগেঃ GPA- 4.75

মানবিক বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগেঃ GPA- 4.50

আসন সংখ্যাঃ

বিজ্ঞান বিভাগ ঃ 810টি

ব্যবসায় বিভাগ ঃ  135টি

মানবিক বিভাগ ঃ 135টি

3. আদমজী ক্যান্টনমেন্ট কলেজঃ ঢাকার সেরা পাঁচটি কলেজ  এরমধ্যে এই কলেজটি সেরা 5 টি কলেজের মধ্যে তৃতীয় নম্বর অবস্থান করে আছে এবং এই কলেজটি হলো বাংলাদেশ আর্মি কর্তৃক নিয়ন্ত্রিত। চলুন জেনে নেই আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হতে কোন বিভাগ থেকে কত পয়েন্ট দরকার পরে।


ভর্তির আবেদনের জন্য নূন্যতম যোগ্যতা


বিজ্ঞান বিভাগ ঃ GPA-5.00

ব্যবসায় বিভাগ ঃ GPA-4.50

মানবিক বিভাগ ঃ GPA-4.00


আসন সংখ্যাঃ


বিজ্ঞান বিভাগ ঃ 950টি

ব্যবসায় বিভাগ ঃ  525টি


মানবিক বিভাগ ঃ 230টি

4. ঢাকা সিটি কলেজঃ ঢাকার সেরা পাঁচটি 5 টি কলেজ এর মধ্যে চতুর্থ নাম্বারে যে কলেজটি রয়েছে সেটি হল ঢাকা সিটি কলেজ। চলুন জেনে নেই ঢাকা সিটি কলেজে ভর্তি হতে কোন বিভাগ থেকে কত জিপিএ এর প্রয়োজন হয়।

ভর্তির আবেদনের জন্য নূন্যতম যোগ্যতা



বিজ্ঞান বিভাগ ঃ GPA-5.00

ব্যবসায় বিভাগ ঃ GPA-4.00

মানবিক বিভাগ ঃ GPA-3.50


আসন সংখ্যাঃ

বিজ্ঞান বিভাগ ঃ 1859টি


ব্যবসায় বিভাগ ঃ  1700টি 

মানবিক বিভাগ ঃ 162টি

5. ভিকারুন্নেসা নূন গার্লস স্কুল এন্ড কলেজঃ ঢাকার সেরা পাঁচটি কলেজ এর মধ্যে  পঞ্চম নম্বরে অবস্থান করছে ভিকারুন্নেসা নূন গার্লস স্কুল এন্ড কলেজ। তাহলে চলুন দেরি না করে জেনে নেই ভিকারুন্নেসা নূন গার্লস স্কুল এন্ড কলেজ এ ভর্তি হতে কোন বিভাগ থেকে কত পয়েন্টের দরকার পরে।


ভর্তির আবেদনের জন্য নূন্যতম যোগ্যতা


বিজ্ঞান বিভাগ ঃ GPA-5.00

ব্যবসায় বিভাগ ঃ GPA-4.50

মানবিক বিভাগ ঃ GPA-3.00


বিভাগ পরিবর্তনের ক্ষেত্রেঃ


বিজ্ঞান থেকে মানবিক বিভাগঃ GPA-4.50

বিজ্ঞান থেকে ব্যবসায় বিভাগঃ  GPA-3.50

ব্যবসায় বিভাগ থেকে মানবিক বিভাগঃ GPA-3.50

এই ছিল ঢাকা শহরের সেরা পাঁচটি কলেজ সম্পর্কে বিস্তারিত তথ্য। আরো কোন কিছু জানার থাকলে নিচের কমেন্ট বক্সে জানান আমরা আপনাকে যথাযত সাহায্য করার চেষ্টা করব- ধন্যবাদ

Post a Comment

Previous Post Next Post