এ কারণে আপনি যদি আপনার ফেসবুক আইডি ভেরিফিকেশন করে রাখেন তাহলে ফেইক ইসুর কারণে কখনো ফেসবুক আইডি ডিজেবল হবে না।
আপনি যদি আপনার ফেসবুক আইডি ভেরিফিকেশন করে রাখেন তাহলে আপনার ফেসবুক আইডি ডিজেবল হলেও সেটি ফিরিয়ে আনা সম্ভব।
ফেসবুক আইডি ডিজেবল যেন না হয় তার জন্য দরকার পরে ফেসবুক আইডি ভেরিফিকেশন করার। তাই আজকের এই টপিকে কিভাবে ফেসবুক আইডি ভেরিফিকেশন করা যায় তা আপনাদের সামনে তুলে ধরবো। fb id verification
তাহলে চলুন দেরি না করে জেনে নেই কিভাবে ফেসবুক আইডি ভেরিফিকেশন করা যায়। বিস্তারিত জানতে সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
অবশ্যই পড়ুন:
- যেকোনো নাম্বারে আনলিমিটেড ফ্রী এসএমএস পাঠান
- ইমুর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন কিভাবে
- জেনে নিন কিভাবে ইমু একাউন্ট ডিলেট করবেন
- কিভাবে ফেসবুকে ব্লক হওয়া লিংক আনব্লক করবেন
- জেনে নিন কম্পিউটারের গতি বাড়ানোর উপায়
- জেনে নিন কিভাবে মুখে বলে বাংলা লেখা যায়
- অনলাইনে NID ডাউনলোড করার উপায়
- ফেসবুক পোস্টের ডেট চেঞ্জ করুন
- ফেসবুক আইডি ডিএক্টিভেট করার উপায়
ফেসবুক আইডি ভেরিফিকেশন
ফেসবুক আইডি ভেরিফিকেশন অথবা আইডেন্টিটি কনফার্মেশন করার জন্য সর্বপ্রথম আপনি আপনার ফেসবুক আইডিতে লগইন করুন।ফেসবুক আইডিতে লগইন করার পর নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুন:1. ফেসবুক আইডিতে লগইন করার পর ডানদিকের উপরের কোনায় 3ডট আইকনটিতে ক্লিক করুন এবং তারপরে "Settings and Privacy" অথবা "Settings" নামক অপশন দেখতে পাবেন "Settings" অপশনটিতে ক্লিক করুন। fb id verification
2. "Settings" অপশনটিতে ক্লিক করার পর আরো অনেকগুলো অপশন দেখতে পাবেন। এসকল অপশনগুলো থেকে সবার প্রথমে "Personal Information" নামক একটি অপশন দেখতে পাবেন সেই অপশনটিতে ক্লিক করুন।
3. "Personal Information" নামক অপশনটিতে ক্লিক করার পর আপনি আপনার ব্যক্তিগত অনেকগুলো তথ্য দেখতে পাবেন। সবার নিচের দিকে "Identify Confirmation" নামক একটি অপশন দেখতে পাবেন। "Identify Confirmation" অপশনটিতে ক্লিক করুন।fb id verification
4. "Identify Confirmation" অপশনটিতে ক্লিক অপশনটিতে ক্লিক করার পর নতুন একটি ইন্টারফেস দেখতে পাবেন। যেখানে Running Ads, About Social Issues, Electronic or Politics এরকম কিছু লেখা থাকবে। fb id verification
লেখাগুলোর বামদিকে নিচে "Not Started" অথবা "In Progress" নামক একটি অপশন দেখতে পাবেন। "Not Started" অথবা "In Progress" নামক অপশনটিতে ক্লিক করুন।
5. "In Progress" অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে "two factor authentication" নামক একটি ইন্টারফেস দেখতে পাবেন। আপনাদের মধ্যে যাদের "two factor authentication" অন করা আছে তাদের কোন সমস্যা নেই ।
আর যাদের এই অপশনটি চালু করা নেই তারা "two factor authentication" অপশনটিতে ক্লিক করবেন এবং অবশ্যই চালু করে নিবেন। fb id verification
6. "two factor authentication" অপশনটি চালু করার পর " Personal ID or Notarized Document " নামক একটি অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন।
7. এখন আপনার সামনে আরো দুইটি অপশন দেখতে পাবেন একটি হল "Upload Your ID" এবং অপরটি হলো "Get from notarized" এই দুইটি অপশন থেকে আপনারা যার মাধ্যমে ফেসবুক আইডি ভেরিফিকেশন করতে চান সেটি সিলেক্ট করে দিবেন। fb id verification
{অবশ্যই খেয়াল রাখবেন আপনার ফেসবুক আইডির নাম, ডকুমেন্টস এর নাম, জন্মতারিখ যেন একরকম থাকে,,, তা না হলে কোন কাজ হবে না}8. আপনার যদি জাতীয় পরিচয় পত্র থাকে তাহলে প্রথম অপশনটি সিলেক্ট করবেন এবং Birth Certificate থাকলে দ্বিতীয় অপশনটি সিলেক্ট "Next " করে দিবেন।
9. তারপর আপনি আপনার সামনে আরো তিনটি অপশন দেখতে পাবেন।সেই অপশন গুলো থেকে সবার নিচের অপশনটি অর্থাৎ "National ID Card " অপশনটি সিলেক্ট করে দিন। করার পর "Next" বাটনে ক্লিক করুন।
আপনি যদি " Show More" অপশনটিতে ক্লিক করেন তাহলে আরো অনেক পদ্ধতি দেখতে পাবেন এগুলো থেকে আপনি আপনার পছন্দমত যেকোনো একটি সিলেক্ট করে দিবেন যেটির মাধ্যমে আপনি ভেরিফিকেশন করতে চাচ্ছেন। fb id verification
আমি ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে আপনাদেরকে উদাহরণস্বরূপ ভেরিফাই করে দেখাবো তার জন্য আমি ন্যাশনাল আইডি কার্ড অপশনটি সিলেক্ট করেছি। আপনারা আপনাদের ইচ্ছা মত যে কোন একটা মাধ্যমে করে নিতে পারেন।
10. "Next" বাটনে ক্লিক করার পরে আপনার কাছে আপনার এনআইডি কার্ডের ছবি চাইবে এবং সে অনুযায়ী কনফার্ম করে দিবেন।
আশাকরি, সকলে বুঝতে পেরেছেন যে কিভাবে ফেসবুক আইডি ভেরিফিকেশন করা যায়। কোথাও বুঝতে কোন প্রকার সমস্যা হলে নিচের কমেন্ট বক্সে জানান আমরা আপনাকে যথাযথ সাহায্য করার চেষ্টা করব- ধন্যবাদ
Post a Comment