আমাদের মধ্যে হয়তো মুখে বলে বাংলা লেখা যায় কিভাবে সেটা অনেকেই জানেন।আবার আমাদের মধ্যে অনেকে রয়েছেন যারা হয়তো আজকে প্রথম শুনেছেন।
যারা আজকে প্রথম একথাটি শুনেছেন অথবা যারা মোবাইল ফোনের মাধ্যমে মুখে বলে বাংলা লেখা যায় কিভাবে সেটি জানেন না, তাদের জন্য আজকের এই টপিকটি।
তাহলে চলুন, জেনে নিই কিভাবে মুখে বলে বাংলা লেখা যায়।বিস্তারিত জানতে সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
অবশ্যই পড়ুন:
- যেকোনো নাম্বারে আনলিমিটেড ফ্রী এসএমএস পাঠান
- ইমুর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন কিভাবে
- জেনে নিন কিভাবে ইমু একাউন্ট ডিলেট করবেন
- কিভাবে ফেসবুকে ব্লক হওয়া লিংক আনব্লক করবেন
- জেনে নিন কম্পিউটারের গতি বাড়ানোর উপায়
কিভাবে মুখে বলে বাংলা লেখা যায়
প্রথমেই বলে রাখি মুখে বলে বাংলা লেখার জন্য সবার প্রথমে আপনার মোবাইলে ইন্টারনেট ইন্টারনেট কানেকশন থাকতে হবে।ওয়াইফাই অথবা মোবাইলের ডাটা কানেকশন হলেও চলবে।তারপর নিচের পদ্ধতি গুলো অনুসরন করুন:
1. আমরা জানি যে, প্রত্যেকটি মোবাইলে Google অ্যাপ্লিকেশনটি এবং Google Play Service টি ডিফল্ট আকারে থাকে। এখন সে ক্ষেত্রে যদি আপনার মোবাইলে Google অ্যাপ্লিকেশন এবং Google Play Service টি আপডেট করা না থাকে সেক্ষেত্রে আপডেট করে নিন।
Google Play Service আপডেট করার জন্য গুগলে গিয়ে "Google Play Services" লিখে সার্চ করুন। সার্চ করার পর অ্যাপ্লিকেশনটি আপডেট করে নিন। আবার Google অ্যাপ্লিকেশনটিও আপডেট করে নিন।
2. এখন "Google" অ্যাপ্লিকেশন টি Open করুন। Open করার পর উপরের বাম দিকে একটি 3 ডট আইকন দেখতে পাবেন এখানে ক্লিক করুন। অনেকের মোবাইলের ডান দিকের নিচের কোনায় 3 ডট আইকনটি থাকে।
3. 3 ডট আইকনটিতে ক্লিক করার পর অনেকগুলো অপশন দেখতে পাবেন। যার মধ্যে "Settings" নামে একটি অপশন দেখতে পাবেন "Settings" অপশনটিতে ক্লিক করুন।
4. "Settings" অপশনে ক্লিক করার পর "Voice" নামের একটি অপশন দেখতে পাবেন। এই "Voice" অপশনটিতে ক্লিক করুন।
5. এখন সবার প্রথমে "Language" নামক একটি অপশন দেখতে পাবেন। এই "Language" অপশনটিতে ক্লিক করুন। "Language" অপশনটির মধ্যে ক্লিক করার পর এখান থেকে "বাংলা (বাংলাদেশ)" সিলেক্ট করে দিন এবং নিচের ডান্স দিকের কোনায় "Save" অপশনটিতে ক্লিক করুন।এই পর্যন্তই আপনার কাজ শেষ।
এখন আপনি যেকোনো জায়গায় মোবাইল ফোনের মাধ্যমে কোনরকম এপ্লিকেশন ছাড়াই মুখে বলে বাংলা লিখতে পারবেন।
উদাহরণ : লেখার জন্য আপনাকে যে কোন একটা মাধ্যম বেছে নিতে হবে। যেমন: ইমো, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, স্ন্যাপ চ্যাট , মেসেঞ্জার ইত্যাদির যেকোনো একটিকে বেছে নিতে হবে।
অর্থাৎ আপনি যদি মনে করেন কাউকে মুখে বললে বাংলা লিখে পাঠাবেন তার জন্য যাকে মেসেজ করবেন তার আইডিতে চলে যান। কি-বোর্ডের নিচের দিকে আপনি মাইকের মত একটি আইকন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন।
এখন এখানে খুব সহজেই মুখে বলে বাংলা লিখতে পারবেন এবং এখানে মিনিটে 100 ওয়ার্ড অথবা তার বেশিও লিখতে পারবেন। (আপনি যদি আপনার কীবোর্ডের মাইকের মত আইকনটি খুঁজে না পান তাহলে কিবোর্ড এর মাঝ বরাবর স্পেস বাটনটিতে কিছুক্ষণ চেপে ধরে রাখলেই আইকনটি চলে আসবে)।
আশা করি সকলে বুঝে গেছেন যে, কিভাবে মুখে বলে বাংলা লেখা যায়। এখন থেকে আপনি খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি মুখে বলে বাংলা লিখতে পারবেন। এটি ছিল মুখে বলে বাংলা লেখার উপায় সমূহের মধ্যে অন্যতম একটি উপায়।
বিদ্র:কোথাও বুঝতে কোন সমস্যা হলে নিচের কমেন্ট বক্সে জানান আপনাকে সাহায্য করার চেষ্টা করব ধন্যবাদ।
Written By: Technology Blog Bangla- MD.Riazul Islam
Post a Comment