সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে বিশ্বের বুকে ফেসবুক একটি জনপ্রিয় মাধ্যম। ফেসবুকে আমরা আমাদের পছন্দের ছবি এবং ভিডিও সমূহ আনন্দের সঙ্গে সবার সাথে শেয়ার করে থাকি। মাঝে মাঝে আমাদের ফেসবুক আইডি বিভিন্ন কারণে নষ্ট হয়ে যায়। আবার কখনও কখনও ফেসবুক সার্ভার ডাউন হয়ে পড়ে।
তাই যদি কখনো ফেসবুক সার্ভার ডাউন হয়ে পড়ে অথবা ফেসবুক আইডি নষ্ট হয়ে যায় অথবা ফেসবুকে ঢুকতে কোন কারণে সমস্যা হয় তাহলে ছবি এবং ভিডিও ব্যাকআপ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ফেসবুক ছবি এবং ভিডিও ব্যাকআপ রাখার ফলে আমরা আমাদের পছন্দের ছবি গুলো এবং ভিডিওগুলো কখনো হারাবো না। একটি করে ফেসবুক অ্যাকাউন্ট নষ্ট হলেও ভিডিও এবং ছবিগুলো আমাদের কাছে থেকে যাবে।
আপনি যেকোনো সময় চাইতে পারেন যে আপনার ফেসবুক আইডির সকল ছবি এবং ভিডিও গুলো করে নিজের কাছে রেখে দেওয়ার জন্য। এই কাজটি আগে কখনো সম্ভব ছিল না। কিন্তু এখন থেকে আপনি মাত্র কয়েক ক্লিকের মাধ্যমেই এই কাজটি সম্পন্ন করতে পারবেন।
ফেসবুক ব্যবহারকারীদের আপলোডকৃত ভিডিও এবং ছবিসমূহ ট্রান্সফার করার টুল গতবছর ফেসবুকে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। 2020 সালের শুরুর দিকে এইবার শন্টি শুধুমাত্র যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং কানাডা ও আফ্রিকাসহ মাত্র কয়েকটি দেশে ফিচারটি চালু করা হয়।
বর্তমানে আমাদের বাংলাদেশসহ বিশ্বের সকল ফেসবুক ব্যবহারকারীদের জন্য এই ফিচারটি কত করে দেয়া হয়েছে। ফেসবুকের মোবাইল অ্যাপ্লিকেশন এবং ফেসবুক ডেস্কটপ ভার্সন এ দুটোর মাধ্যমেই এই কাজটি সম্পন্ন করা যাবে।
ফেসবুক থেকে গুগল ফটোস এ ছবি কপি করার করার নিয়ম
ওয়েব ভার্সন অথবা কম্পিউটার-
আপনার কম্পিউটারে ফেসবুক থেকে গুগল ফটোসে ছবি ও ভিডিও সমূহ ট্রান্সফার করতে নিচের নিয়মগুলো অনুসরণ করুন।
-
প্রথমে ফেসবুক অ্যাকাউন্টটিতে লগইন করুন।
-
ডান দিকের কর্নার হতে তীর চিহ্নে ক্লিক করে "Settings" এ প্রবেশ করুন
-
বামদিকে থাকা "Your Facebook Information" এ প্রবেশ করুন
-
"Transfer a Copy of Your Photos or Videos" অপশনটি নির্বাচন করুন
-
"Destination" হিসেবে "Google Photos" নির্বাচন করুন
-
এরপর আপনার গুগল একাউন্ট এ লগইন করে বাকি কাজ সমূহ সম্পন্ন করুন।
মোবাইল অ্যাপ্লিকেশনে যেভাবে করবেন-
- প্রথমে ফেসবুক অ্যাকাউন্টটিতে লগইন করুন।
- হ্যামবার্গার মেন্যু (তিনটি সমান্তরাল দাগ) থেকে "Settings" এ প্রবেশ করুন
- বামদিকে থাকা "Your Facebook Information" এ প্রবেশ করুন
- "Transfer a Copy of Your Photos or Videos" অপশনটি নির্বাচন করুন
- "Destination" হিসেবে "Google Photos" নির্বাচন করুন
- এরপর আপনার গুগল একাউন্ট এ লগইন করে বাকি কাজ সমূহ সম্পন্ন করুন।
উপরোক্ত পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্টে থাকা সকল ছবি এবং ভিডিও আপনি ব্যাকআপ নিতে পারবেন।
আপনার কম্পিউটারে ফেসবুক থেকে গুগল ফটোসে ছবি ও ভিডিও সমূহ ট্রান্সফার করতে নিচের নিয়মগুলো অনুসরণ করুন।
- প্রথমে ফেসবুক অ্যাকাউন্টটিতে লগইন করুন।
- ডান দিকের কর্নার হতে তীর চিহ্নে ক্লিক করে "Settings" এ প্রবেশ করুন
- বামদিকে থাকা "Your Facebook Information" এ প্রবেশ করুন
- "Transfer a Copy of Your Photos or Videos" অপশনটি নির্বাচন করুন
- "Destination" হিসেবে "Google Photos" নির্বাচন করুন
- এরপর আপনার গুগল একাউন্ট এ লগইন করে বাকি কাজ সমূহ সম্পন্ন করুন।
- প্রথমে ফেসবুক অ্যাকাউন্টটিতে লগইন করুন।
- হ্যামবার্গার মেন্যু (তিনটি সমান্তরাল দাগ) থেকে "Settings" এ প্রবেশ করুন
- বামদিকে থাকা "Your Facebook Information" এ প্রবেশ করুন
- "Transfer a Copy of Your Photos or Videos" অপশনটি নির্বাচন করুন
- "Destination" হিসেবে "Google Photos" নির্বাচন করুন
- এরপর আপনার গুগল একাউন্ট এ লগইন করে বাকি কাজ সমূহ সম্পন্ন করুন।
Nice
ردحذفhttps://ishtiaqtaha270.blogspot.com/?m=1
إرسال تعليق