1. Pubg Mobile: বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় এবং সবার কাছে খুব পছন্দের একটি গেমস হচ্ছে-PUBG Mobile। এই গেমসটি তৈরি করেছেন- চীনভিত্তিক টেনসেন্ট গেমস। সর্বপ্রথম গেমসটি প্রকাশিত হয় 2018 সালে।
বর্তমানে এটি গুগল প্লে স্টোরে 4.4 রেটিং এ রয়েছে এবং vote প্রদান করেছেন 26,253,354+ জন। এবং প্লে স্টোর হতে এই গেমসটির ডাউনলোডকৃত সংখ্যা 100,000,000+ । তাই বলা যায় এটি বর্তমান সময়ের একটি অন্যতম সেরা গেমস।
2. Pokémon GO: বর্তমান সময়ের অন্যতম একটি সেরা গেমস এর মধ্যে Pokemon Go গেমসটিও অন্যতম একটি সেরা স্মার্টফোন গেমস। নিয়ানটিক এ মোবাইল গেমটি তৈরি করেছে। Pokemon Go গেমসটি সর্বপ্রথম 16 ই জুলাই 2016 সালে রিলিজ করা হয়।
বর্তমানে গুগল প্লে স্টোরে গেমসটি 4.2 রেটিং এ অবস্থান করছে আমার অ্যাপ স্টরে এটি 4.1রেটিং এ রয়েছে।আবার এই গেমসটি গুগল প্লে স্টোর হতে 100,000,000+ ডাউনলোড বা ইনস্টল করা হয়েছে।
3. My talking Tom: সাম্প্রতিক সময়ে বিশেষ করে ছোটদের জন্য জনপ্রিয় একটি গেমস হিসেবে My Talking Tom গেমসটি বেশ জনপ্রিয়। My Talking Tom গেমসটি 2013 সালে সর্বপ্রথম রিলিজ করা হয়।সাধারণত গেমটি তৈরি করেছে স্লোভানিয়াভিত্তিক আউটফিট-৭।
বর্তমানে গুগল প্লে স্টোরে এই গেমসটি 4.5 রেটিংএ রয়েছে এবং এই গেমসটি 500,000,000+ ডাউনলোড বা ইন্সটল করা হয়েছে। গেমসটির বর্তমান ভার্সন হচ্ছে-5.8.6.609।
4. Angry Birds: অ্যাংরি বার্ডস জনপ্রিয় গেমস এর মধ্যে আরেকটি অন্যতম জনপ্রিয় গেমস।এই গেমসটি সর্বপ্রথম 2009 সালে রিলিজ করা হয়েছে। গেমসটির ইনিশিয়াল রিলিজ ডেট - 11 ডিসেম্বর 2009 সাল ।মোবাইল গেম ইন্ডাস্ট্রির ইতিহাসে এই গেমসটিকে দেখা হচ্ছে বিগেস্ট ফ্রাঞ্চাইজি হিসেবে।
বর্তমানে গুগল প্লে স্টোরে গেমসটি 4.4 রেটিংএ অবস্থান করছে। গেমটির সাইজ হচ্ছে 99mb। গুগল প্লে স্টোর হতে এর ডাউনলোডকৃত সংখ্যাটি হল-100,000,000+।
5. Fruit Ninja: গেমসটি সালে প্রথম প্রকাশ করা হয় 21 এপ্রিল 2010 সালে। এই গেমসটি তৈরি এবং পাবলিশ করেছে -অস্ট্রেলিয়াভিত্তিক হাফব্রিক।
বর্তমানে গুগল প্লে স্টোরে এই গেমসটি 4.4 রেটিংয়ে রয়েছে এবং মোট ডাউনলোডকৃত সংখ্যা হল-100,000,000+। বর্তমানে এই গেমসটির ভার্সন-2.8.5। এবং এই গেমসটিতে টোটাল ভোট প্রদান করেছেন 5,233,855+ জন।
6. Temple Run: এই গেমটি সর্বপ্রথম প্রকাশিত হয় 2011 সালে। যুক্তরাষ্ট্রভিত্তিক ইমাঙ্গি স্টুডিওস এই টেম্পল রান বা অবিরাম রানার গেমসটি তৈরি করেছেন।
বর্তমানে গুগল প্লে স্টোরে গেমসটি 4.1 রেটিং-এ রয়েছে এবং গেমসটির মোট ডাউনলোডকৃত সংখ্যা হচ্ছে-500,000,000+। আবার এই টেম্পল রান গেমসটিকে 4,375,770+ জন ভোট প্রদান করেছেন। তাই নিঃসন্দেহে বলা যায় যে, এটি একটি জনপ্রিয় গেমস।
7.Clash Of Clans: এই গেমসটি সর্বপ্রথম 2 আগস্ট 2012 সালে প্রথম প্রকাশিত হয়। এই গেমসটি স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে খুব দ্রুত ছড়িয়ে পড়েছে এবং খুব সহজেই এটি জনপ্রিয়তা লাভ করতে পেরেছে।এই গেমসটি তৈরি করেছে- ফিনিশ ডেভেলাপার সুপারসেল।
বর্তমানে Clash Of Clans গেমসটি প্লে স্টোরে 4.5 রেটিং-এ অবস্থান করছে।এই গেমসটি ডাউনলোডকৃত মোট সংখ্যা-500,000,000+ এবং এই গেমসটির বর্তমান ভার্সন হচ্ছে-13.180.6 । গেমসটির মধ্যে মোট ভোট প্রদানকারীর সংখ্যা 51,871,259 জন ।
8. Candy Crush Saga: এই গেমসটি হচ্ছে একটি ম্যাচিং গেম। এই গেমসটি তৈরি করেছে-মাল্টাভিত্তিক কিং ডিজিটাল এন্টারটেনমেন্ট। এই গেমসটি ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে।
বর্তমানে Candy Crush Saga গেমসটি প্লে স্টোরে 4.6 রেটিং-এ অবস্থান করছে।এটির বর্তমান ডাউনলোডকৃত সংখ্যা হচ্ছে-1,000,000,000+ এবং গেমসটিতে 27,979,946 জন ভোট প্রদান করেছেন।অ্যাপ অ্যানির জরিপে, গত 10 বছরের মধ্যে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া গেমগুলোর মধ্যে এটি ২য় স্থান অধিকার করেছে।
9. Subway Surfers: এই গেমসটি তৈরি করেছে-কিলো অ্যান্ড সিবো গেমস যা একটি ড্যানিশ কোম্পানি। এই গেমসটি 24 মে 2012 সালে সর্বপ্রথম রিলিজ করা হয় এবং খুব দ্রুত জনপ্রিয়তা পেয়েছে।এই গেমসটির মোবাইল এবং ডেক্সটপ ভার্সনে রয়েছে।
বর্তমানে গুগল প্লে স্টোর এই গেমসটি 4.5 রেটিং-এ অবস্থান করছে। বর্তমানে এটি ডাউনলোডকৃত সংখ্যা-1,000,000,000+ এবং এই গেমসটিতে ভোট দান করেছেন 32,357,638 জন।
10. Hill Climb Racing: এটি হলো একটি রেসিং গেম। এই গেমটি তৈরি করেছে-Fingersoft।এই গানটি সালের প্রথম 2012 সালে প্রকাশিত হয়। গেমসটি প্রায় সকল ধরনের ডিভাইসেই ব্যবহার করা যায়। দেশের জনপ্রিয়তা পাওয়ার পর hill climb racing-2 রিলিজ করা হয়েছে 2016 সালে।
বর্তমানে গুগল প্লে স্টোরে এই গেমসটি 4.4 রেটিং এ অবস্থান করছে।আর বর্তমানে এই গেমসটির ডাউনলোডকৃত সংখ্যা হল -500,000,000+। অ্যাপ অ্যানির জরিপে, গত দশকে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া গেমগুলোর মধ্যে এটি ৭ম।
শেষ কথা: উপরুক্ত দশটি গেমস ছিল সবচেয়ে সেরা দশটি মোবাইল গেমস।এগুলো ছাড়াও আরো অনেক গেমস রয়েছে আমি আপনাদের সামনে সেরা গেমসগুলো তুলে ধরলাম।
إرسال تعليق