একটা ইউজার যদি আপনার ওয়েবসাইটে একবার এসে চলে যায় হলে তাহলে আপনি আপনার ওয়েবসাইটটিকে খুব বেশি একটা জনপ্রিয় করতে পারবেন না। আপনাকে এমন একটি ইনটেনশন রাখতে হবে যেন একই ভিজিটর আপনার ওয়েবসাইটে বারবার আসে।
আজকে আমি আপনাদেরকে এমন সাতটি উপায় বলবো যার সাহায্যে আপনি আপনার ব্লগে ভিজিটর ধরে রাখতে পারবেন অথবা আপনি আপনার ওয়েবসাইটের ভিজিটর দিন দিন বৃদ্ধি করতে পারবেন। তাহলে চলুন দেরি না করে জেনে নেই কিভাবে ব্লগে ভিজিটর ধরে রাখবেন।
ওয়েবসাইটে ভিজিটর ধরে রাখার 7 টি উপায়
ওয়েবসাইটে ভিজিটর ধরে রাখার উপায় সমূহের মধ্যে কার্যকারী যে উপায় গুলো রয়েছে সেগুলো মধ্যে সাতটি উপায় আপনাদের সামনে তুলে ধরলাম।
1.কোয়ালিটি সম্পন্ন আর্টিকেল পাবলিশ করতে হবে: অবশ্যই কোয়ালিটির কোন বিকল্প নেই। কোন একটি ওয়েবসাইটে ভিজিটর আনার জন্য এবং ভিজিটর ধরে রাখার জন্য কোয়ালিটি সম্পন্ন আর্টিকেল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
2.সব সময় ইউনিক এবং ইনফরমেটিভ আর্টিকেল পাবলিশ করা: কখনো একজনের আর্টিকেল কপি করে ওয়েবসাইটে দেওয়া যাবেনা। আপনি একজনের ওয়েবসাইট থেকে টপিক সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আইডিয়া অনুযায়ী আপনি নিজে থেকে লিখবেন এবং ইনফরমেটিভ আর্টিকেল লিখতে হবে যেন মানুষ পরে উপকৃত হতে পারে।
3.পোস্টে ইন্টারনাল লিংকিং করা: অবশ্যই আপনার ওয়েবসাইটে যদি 30 থেকে 50 টা আর্টিকেল থাকে তাহলে তাহলে একজন ভিজিটর কিন্তু সবগুলো আর্টিকেল একসাথে দেখবেন না। আপনি যদি প্রতিটি আর্টিকেলকে ইন্টারনাল লিংকিং করে দেন তাহলে একজন ভিজিটর সে আর্টিকেলগুলো দেখবে।
4.ওয়েবসাইটের লোডিং স্পীড তিন সেকেন্ডের কম হওয়া: অবশ্যই আপনার ওয়েবসাইটের লোডিং স্পিড তিন সেকেন্ডের কম হতে হবে। এর কারণে একজন ভিজিটর ওয়েবসাইটে প্রবেশ করতে স্বাচ্ছন্দ্যবোধ করবে ।
5.সবসময় দ্রুত কমেন্টের উত্তর দেওয়া: যখন আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে ইনফরমেটিভ পোস্ট করবেন তখন হয়তো অনেকের অনেক কিছু জানার থাকবে যার জন্য ভিজিটররা কমেন্ট করবে। আপনি যত তাড়াতাড়ি তাদেরকে রিপ্লাই তারা ততই আপনার সাইটের প্রতি বিশ্বস্ত হবে।
6.ওয়েবসাইটের পোস্ট সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা: আমাদের মধ্যে প্রায় সকলেই সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করতে পছন্দ করি। অনেক সময় দেখা যায় যে ভিজিটররা ওয়েবসাইটে ঘোরাঘুরি না করে এইভাবে সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করে।তাই আপনি যদি নতুন আর্টিকেল পাবলিশ করেন এবং সেই আর্টিকেলটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তাহলে আপনার ওয়েবসাইটে ডিজিটাল আসার সম্ভাবনা অধিক পরিমাণে বেড়ে যায়।
7.ইউজার ফ্রেন্ডলি কাঠামো: এমন অনেক ধরনের ওয়েবসাইট রয়েছে যেখানে ইউজাররা বুঝতেই পারে না কোথায় কোন বিষয়টি রয়েছে।যার কারণে একজন ভিজিটর ওয়েবসাইটে প্রবেশ করে এবং তার যে স্পেসিফিক ইনফর্মেশনটি দরকার সেটি দেখে সেখান থেকে চলে যায়।এর জন্য আপনার ওয়েবসাইটটির ইউজার ফ্রেন্ডলি কাঠামো থাকতে হবে।
উপরোক্ত বিষয়গুলো ছিল ওয়েবসাইটে ভিজিটর ধরে রাখার উপায় সমূহের মধ্যে গুরুত্বপূর্ণ সাতটি উপায়। উপরের বিষয়গুলো মেনে চললে আশা করি আপনি আপনার ওয়েবসাইটের ভিজিটর ধরে রাখতে পারবেন না এবং খুব সহজেই আপনি আপনার ওয়েবসাইটের ভিজিটর দিন দিন বাড়াতে পারবেন।
Written By: Technology Blog Bangla- MD.Riazul Islam
Written By: Technology Blog Bangla- MD.Riazul Islam
Your post is really helpful for me thanks for wonderful post.I am very happy to read your post PSC Exam Routine 2020 has Been Published Yet
ردحذفإرسال تعليق