1.হাইলাইট

V1945A আর V1945T মডেল নম্বরে দুটি নতুন স্মার্টফোন সামনে এসেছে

Vivo V17 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে

এই ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর 


Vivo V17 price in bd
Vivo V17



শীঘ্রই (Soon) লঞ্চ হবে Vivo V17। সম্প্রতি চিনের এক সার্টিফিকেশন ওয়েবসাইটে Vivo V17 ফোনের স্পেসিফকেশন সামনে এসেছে। V1945A আর V1945T মডেল নম্বরে TENAA ওয়েবসাইটে দুটি নতুন স্মার্টফোন সামনে এসেছে।



TENAA ওয়েবসাইট থেকে জানা গিয়েছে এই ফোনে 6.38 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে থাকবে। ফোনের ভিতরে একটি অক্টা-কোর প্রসেসর থাকছে। সাথে থাকবে 8GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ।

Vivo V17 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। এই ক্যামেরায় পিক্সেল বাইন্ডিং প্রযুক্তি ব্যবহার হচ্ছে। 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরাতেও একই প্রযুক্তি ব্যবহার হবে। সাথে থাকবে একটি 8 মেগাপিক্সেল আর 2 মেগাপিক্সেল ক্যামেরা, Vivo V17 ফোনের ভিতরে থাকবে একটি 4,390 mAh ব্যাটারি।

(Now) সম্প্রতি Vivo S5 ফোনের (Phone) টিজার প্রকাশিত হয়েছিল। টিজারে প্রকাশিত ছবিতে সামনে ও পিছন থেকে ফোনটি দেখা গিয়েছে। ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। সাথে থাকছে একটি এলইডি ফ্ল্যাশ। ফোনে (Vivo S5 ) থাকছে একটি পাঞ্চ হোল ডিসপ্লে (Display) । ডিসপ্লের ডান দিকে উপরে সেলফি ক্যামেরা থাকবে। ডিসপ্লের নীচে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

এছাড়াই TENAA ওয়েবসাইট থেকে Vivo S5 ফোন সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছিল। TENAA ওয়েবসাইটে Vivo 1932A আর Vivo 1932T মডেল নম্বরে দুটি স্মার্টফোন সামনে এসেছে। এই দুই ফোনে শুধুমাত্র ক্যামেরা বিভাগে পার্থক্য থাকছে। Vivo 1932A ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সাথে থাকছে একটি 5 মেগাপিক্সেল আর একটি 8 মেগাপিক্সেল সেন্সর। অন্যদিকে Vivo 1932T ফোনের পিছনে পাঁচটা ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল, একটি 5 মেগাপিক্সেল সেন্সর, আরও একটি 5 মেগাপিক্সেল সেন্সর আর একটি 2 মেগাপিক্সেল সেন্সর।

No:1- The End 

2. হাইলাইট

Samsung Galaxy A50s, Galaxy A30s ফোনের দাম কমেছে
3,000 টাকা সস্তা হয়েছে Samsung Galaxy A50s
1,000 টাকা সস্তা হয়েছে Samsung Galaxy A30s






সস্তা হল Samsung Galaxy A50s আর Galaxy A30s। 3,000 টাকা পর্যন্ত এই দুই ফোনের দাম কমিয়েছে Samsung।  4GB RAM ও 6GB RAM ভেরিয়েন্টের Galaxy A50s ফোনের দাম 3,000 টাকা কমেছে। 1,000 টাকা সস্তা হয়েছে Galaxy A30s। ইতিমধ্যেই অনলাইন ও অফলাইন স্টোর থেকে নতুন দামে বিক্রি শুরু হয়েছে এই দুই স্মার্টফোন।

Samsung Galaxy A50s আর Galaxy A30s এর দাম
4GB RAM + 128GB স্টোরেজে Galaxy A50s ফোনের দাম কমে 19,999 টাকা হয়েছে। 22,999 টাকায় এই ফোন লঞ্চ হয়েছিল। 6GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে 21,999 টাকা খরচ হবে।

অন্যদিকে 15,999 টাকায় Galaxy A30s বিক্রি শুরু হয়েছে। লঞ্চের সময় এই ফোনের দাম ছিল 16,999 টাকা।

Samsung Galaxy A50s স্পেসিফিকেশন
Galaxy A50s ফোনে রয়েছে 6.4 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। এই ফোনের ভিতরে থাকছে একটি অক্টা-কোর Exynos 9611 চিপসেট। সাথে থাকছে 6GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।

ক্যামেরা বিভাগে Galaxy A50s ফোনে সবথেকে বড় পরিবর্তন এসেছে। Galaxy A50s ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 5(Megapixel) মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর (Dept sensor)। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।

Galaxy A50s ফোনে থাকছে সুপার স্টেডি ভিডিও স্টেবিলাইজেশন। আগে শুধুমাত্র Galaxy S10 সিরিজের ফোনে এই ফিচার দেখা গিয়েছে। ফোনের ভিতরে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি আর 15W ফাস্ট চার্জিং। Galaxy A50s এর ওজন 169 গ্রাম।

Samsung Galaxy A30s স্পেসিফিকেশন
Galaxy A50s ফোনে রয়েছে 6.4 ইঞ্চি HD+ Super AMOLED ডিসপ্লে। এই ফোনের ভিতরে থাকছে একটি অক্টা-কোর Exynos 7904 প্রসেসর। সাথে থাকছে 4GB RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ। এই ফোনেও ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে।

Galaxy A30s ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 25 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।

Galaxy A30s ফোনের ভিতরে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি আর 15W ফাস্ট চার্জিং। Galaxy A30s এর ওজন 166 গ্রাম।

Thank You




Post a Comment

Previous Post Next Post